এতদিন সবচেয়ে বেশি বার পাঁচ উইকেট নেওয়ার নজির ছিল প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলের ঝুলিতে। রাঁচিতে সেই রেকর্ড ভেঙে দিলেন রবিচন্দ্রণ অশ্বিন। তৃতীয় দিনে তাঁর হাতেই কার্যত প্যাক-আপ হয়ে গেল ইংল্যান্ড। কিন্তু ম্যাচ শেষে তাঁর বোলিং নয়, বরং অশ্বিনের গলায় শুধুই কুলদীপ আর ধ্রুবর প্রশংসা।
রাঁচিতে তৃতীয় দিনে কুলদীপের ডিফেন্স দেখে অনেকেই বলেছেন, তা স্টিভ স্মিথের থেকেও ভাল। উত্তরপ্রদেশের উইকেটকিপার ধ্রুব জুরেলকে দেশের পরবর্তী মহেন্দ্র সিং ধোনি মনে করছেন স্বয়ং সুনীল গাভাসকর। অশ্বিনের দাবি, রাঁচি থেকে প্রাপ্তি কুলদীপ আর ধ্রুবের ব্যাটিং।
এই পিচে দ্বিতীয় দিনের শেষ থেকে তৃতীয় দিনের সকাল পর্যন্ত যে ভাবে তাঁরা ইংরেজ বোলিং আক্রমণকে সামলেছেন, তাতে দুই ক্রিকেটারের প্রশংসা করেছেন অশ্বিন। তিনি জানিয়েছেন, এই পিচে যে এই ভাবে ব্যাট করা যায়, তা দেখিয়ে দিয়েছেন কুলদীপ এবং ধ্রুব।