দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে স্বমহিমায় উদ্ভাষিত রবিচন্দ্রন অশ্বিন। আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে জেমস অ্যান্ডারসনকে টেক্কা দিয়ে ১ নম্বরে উঠে এলেন এই ভারতীয় স্পিনার। দিন কয়েক আগেই শীর্ষস্থানে উঠে আসেন ৪০ বছরের এই ইংরেজ বোলার। দিল্লি টেস্টে একাই অজিদের মেরুদন্ড ভেঙে দিয়েছিলেন অশ্বিন। সেই টেস্টে মোট ৬ উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের পয়েন্ট ৮৬৪। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর শীর্ষস্থান হারান অ্যান্ডারসন। বর্তমানে তিনি অশ্বিনের থেকে পাঁচ পয়েন্ট পিছনে রয়েছেন।
অশ্বিনের পাশাপাশি ব়্যাঙ্কিংয়ে উঠে এসেছেন রবীন্দ্র জাডেজারও। দিল্লি টেস্টে দুই ইনিংস মিলিয়ে জাডেজা নেন ১০ উইকেট। আইসিসি টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে উঠে এলেন তিনি। পাশাপাশি, অলরাউন্ডাদের ব়্যাঙ্কিংয়ে ৪৬০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন জাড্ডু। ৩৭৬ পয়েন্ট নিয়ে ঠিক তাঁর পিছনেই অশ্বিন।
আরও পড়ুন- Virat Kholi : ইনদৌরেও সেই মার্ফি কাঁটায় বিদ্ধ কিং কোহলি, কিন্তু কেন ?