২০২২ আইপিএল মেগা নিলামে (IPL Mega Auction) রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandra Ashwin) ৫ কোটি টাকা দিয়ে টিমে নিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। জোস বাটলারের টিমে এবার দেখা যাবে অশ্বিনকে।
২০১৯ আইপিএলে রবিচন্দ্রন অশ্বিন ও জোস বাটলারের মধ্যে টক্কর হয়। বল করার সময় নন স্ট্রাইকার এন্ড থেকে আউট করেছিলেন বাটলারকে। সেবার কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলতেন অশ্বিন। বাটলারের উইকেট হারানোর পর ভেঙে পড়ে টিমের ব্যাটিং। সেই ম্যাচে ১৪ রানে জয় পায় কিংস ইলেভেন পঞ্জাব (Kings 11 Punjab)।
আরও পড়ুন: আইপিএলের নিলাম চলাকালীন জ্ঞান হারালেন সঞ্চালক হিউ এডমিডেস
রাজস্থান রয়্যালসে অশ্বিন যোগ দেওয়ার পর সেই কথাই মনে করালেন বীরেন্দ্র সেহওয়াগ। তিনি বলেন, "রাজস্থানে অশ্বিন। এবার বাটলারের সঙ্গে মিলে মানকাড়ের প্লট তৈরি করবে।"
নিলামের শুরুতে সঞ্জু স্যামসন, জোস বাটলার ও যশস্বী জয়সওয়ালকে রিটেন করে রাজস্থান রয়্যালস। অশ্বিন ছাড়াও এদিন রাজস্থান রয়্যালস কিনে নিয়েছে ট্রেন বোল্ট ও দেবদূত পাদিক্কালকে।