বাদ পড়া বড় ধাক্কা নয়। ইংল্যান্ড থেকে ফিরে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলা শুরু করে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। বৃহস্পতিবার একই বলে দুবার রিভিউ নিয়ে শোরগোলও ফেলে দিয়েছেন তিনি। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে না খেলতে পারা নিয়ে মুখ খুললেন অশ্বিন।
ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে WTC ফাইনালে হেরেছে ভারত। সেই নিয়ে অশ্বিন জানান, বাদ পড়া কোনও বড় ধাক্কা নয়। যাত্রাপথে হোঁচট। ফের এগিয়ে যেতে চান তিনি। অশ্বিনের মতে, বাদ পড়ার অভিজ্ঞতা তাঁর আগেও হয়েছে।
অশ্বিনের মতে, কেউ যখন প্রথম ধাক্কা খায়, তখন আঘাত অনেক বেশি লাগে। অশ্বিন বলেন, "এই ধরনের ধাক্কা প্রথম এলে আঘাত বেশি লাগে। সবার জীবনে এমন ধাক্কা প্রয়োজন আছে। তা হলে সে নিজেকে তৈরি রাখতে পারবে।"