জল্পনাই সত্যি হল। ভারতীয় দলে সুযোগ পেলেন রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বকাপের আগে চোট সারবে না অক্ষর প্যাটেলের। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার সঙ্গে টিমের ফিরলেন রবিচন্দ্রন অশ্বিন। আইসিসি-কে দলে পরিবর্তনের কথা জানাল বিসিসিআই।
এশিয়া কাপে বাংলাদেশ ম্যাচে চোট পান অক্ষর প্যাটেল। সেই চোট এখনও কাটেনি তাঁর। জাদেজা ও কুলদীপ দুজনেই বাঁ-হাতি স্পিনার। অশ্বিনকে ডান হাতি স্পিনার হিসেবে দলে নিল টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: 'চাপকে ইতিবাচক করে নিয়েই সাফল্য', রুপো জয়ের পর জানালেন বাংলার মেয়ে মেহুলি
এশিয়া কাপের দলে ছিলেন না অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে তাঁকে দলে নেওয়া হয়। দেড় বছর পর ওয়ানডে টিমে সুযোগ পান তিনি। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তিন উইকেট পান অশ্বিন। অক্ষরের পরিবর্তে প্রথম ১৫ জনের দলে রাখা হবে তাঁকে।