১৯ তারিখ থেকে চেন্নাইয়ে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ। ঘরের মাঠে এই টেস্ট ম্যাচ খেলতে নামবেন বিশ্ব ক্রিকেটের এক নম্বর স্পিনার ভারতের রবিচন্দ্রণ অশ্বিন। মাঠে নামার আগে বেশ কিছু নজিরের সামনে তিনি। কী সেই নজির, একবার দেখে নেওয়া যাক।
এই টেস্ট ম্যাচ শুরুর আগে হঠাৎ করেই অবসর জল্পনা উসকে দিয়েছিলেন অশ্বিন। দাবি করেছিলেন, এবার সময় হয়েছে আগামীর কথা ভাবার। এই ইঙ্গিত কী তাহলে অবসরের ? এই প্রশ্নের জবাব অশ্বিন জানিয়েছিলেন, তাঁর এই দাবির মধ্যে অবসরের ইঙ্গিত নেই। বরং তাঁর এই দাবি ছিল বাংলাদেশকে নিয়ে ভাবার। কারণ, এখনই তিনি অবসর নিতে চান না। চান আরও কয়েক বছর ভারতের হয়ে লাল বলের ক্রিকেট চালিয়ে যেতে।
চেন্নাইয়ের পিচ থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বল ঘোরার। বাংলাদেশের বিরুদ্ধে অশ্বিনের সঙ্গী হতে পারেন কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল। তিন স্পিনার নিয়েই হয়তো মাঠে নামতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। যা ইঙ্গিত তাতে বুমরার সঙ্গে দেখা যেতে পারে মহম্মদ সিরাজকে।
এই ম্যাচ খেলতে নামার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩৫টি টেস্টে ১৭৪টি উইকেট রয়েছে অশ্বিনের ঝুলিতে। এই তালিকায় ১৮৭টি উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়া ন্যাথন লায়ন। অতএব বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্টে অশ্বিনের প্রয়োজন আরও ১৪ উইকেট।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান ৪২টি উইকেট নিয়েছেন রবিচন্দ্র অশ্বিন। এই সাইকেলেই ৫১টি উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে এখনও পর্যন্ত ২৩ উইকেট রয়েছেন অশ্বিনের। এই ভারতের হয়ে এই দেশের বিরুদ্ধে এখনও সর্বোচ্চ উইকেট শিকারির নাম জাহির খান।
ভারতের মাটিতে এখন সর্বাধিক উইকেটের মালিক অনিল কুম্বলে। ৪৭৬টি উইকেট নিয়েছেন তিনি। ১২৬টি আন্তর্জাতিক ম্যাচে ৪৫৫টি উইকেট নিয়েছেন অশ্বিন। কুম্বলে টপকাতে তাঁর লাগবে আরও ২২ উইকেট। ফলে এই পাঁচ নজির মাথায় নিয়ে ১৯ তারিখ থেকে ঘরের মাঠ চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবেন রবি অশ্বিন।