প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও একই ভুল রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja)। প্রথম ইনিংসের শেষ উইকেট নেওয়ার পর ফের নো বল। যার ফলে আরও ৬ বল বেশি খেলল অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে যোগ হল অতিরিক্ত ৭ রান।
এদিন ম্যাচে ৭৮তম ওভারে পঞ্চম বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে শট মারতে যান পিটার হ্যান্ডসকম্ব। কিন্তু ব্যাটে বলে লাগেনি। ক্যাচ ধরেন অশ্বিন। খেলা শেষ ভেবে মাঠ ছেড়ে বেরোতে যান কে এল রাহুল। কিন্তু থার্ড আম্পায়ার মাইকেল গফ নো-বলের সিদ্ধান্ত ঘোষণা করেন। পরের বলেই ৪ মারেন হ্যান্ডসকম্ব।
আরও পড়ুন: ট্রফি জয় থেকে বহুদূরে বাংলা, রঞ্জি ফাইনালের দ্বিতীয় দিনে চালকের আসনে সৌরাষ্ট্র
নাগপুর টেস্টেও একই কাণ্ড করেন জাদেজা। ৩২তম ওভারে দ্বিতীয় বলেই শেষ হয়ে যেতে পারত খেলা। বোল্ড করেন স্টিভ স্মিথকে। খেলা শেষ ভেবে উচ্ছ্বাসে মাতেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তে সবাই থমকে যান। ক্রিজের বাইরে পা থাকায় নো বল ঘোষণা করা হয়।