'মলম' বিতর্কে ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) শাস্তি ঘোষণা আইসিসির। নাগপুরে প্রথম টেস্ট জয়ের পরই আইসিসি জানিয়েছে, জাদেজার ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হবে। সঙ্গে তাঁকে একটি ডি-মেরিট পয়েন্টও (De-Merit Point) দেওয়া হয়েছে। আম্পায়ারকে জিজ্ঞাসা না করে আঙুলে মলম লাগানোর জন্য শাস্তি ঘোষণা করে আইসিসি (ICC)।
ম্যাচের ভিডিয়োতে জাদেজাকে আঙুলে মলম লাগাতে দেখা যায়। বল বিকৃতির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। শুক্রবার ম্যাচ রেফারি অ্য়ান্ডি পাইক্রফট জানান, মূলত সংবাদমাধ্যমের অভিযোগের পরই এই দাবি তোলে অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচেই পরই শাস্তি ঘোষণা করল আইসিসি।
আরও পড়ুন: বারণ করেছিলেন মেসি, বিশ্বজয়ের মঞ্চে ‘অশালীন’ ভঙ্গি নিয়ে মুখ খুললেন মার্টিনেজ
চোট সারিয়ে পাঁচ মাস পরে মাঠে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার মিডল অর্ডারকে একাই শেষ করে দেন তিনি। ৫ উইকেট তুলে নেন।