মহেন্দ্র সিং ধোনির ফার্ম হাউসের বাইরে দাঁড়িয়ে রয়েছেন রবীন্দ্র জাডেজা। রাস্তায় দাঁড়িয়েই ছবি তুলেছেন তিনি। যা দেখে ফ্যানেদের কাতর আর্তি, 'মাহি ভাই প্লিজ দরজা খুলে দাও।' কেউ আবার লিখেছেন জাডেজাকে বাড়িতে ঢোকার অনুমতি দেওয়া হোক।
ঠিক কী হয়েছে?
ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ চলছে। রাঁচিতে চতুর্থ টেস্ট জিতেছে ভারত। আর রাঁচি মানেই ভারতীয় ক্রিকেটারদের পীঠস্থান। কারণ এই শহরেই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাড়ি। ম্যাচ শেষ হওয়ার পর সেই বাড়ির সামনে দাঁড়িয়েই ফটো তুলেছেন জাদেজা।
আরও পড়ুন - গম্ভীরের কামব্যাক, গাভাসকারের চোখে এগিয়ে নাইটরাই
এই ছবিটি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জাদেজা ক্যাপশনে লিখেছেন, 'ফ্যান হিসেবে ক্রিকেটের কিংবদন্তীর বাড়ির সামনে ছবি তোলা বেশ মজার।' এরপরেই তাঁর ছবিতে অনুরাগীদের মজার কমেন্টে ভরে যায়। কেউ আবার মাহিকে দরজা খুলে দিতেও অনুরোধ করেন।