নাগপুরের রুক্ষ পিচেও দাপট ভারতীয় বোলারদের। শুরুতেই দুই ওপেনার ওয়ার্নার এবং খাওয়াজাকে আউট করে জোড়া ধাক্কা দেন শামি-সিরাজ। এরপর দলের রাশ ধরেন স্টিভ স্মিথ এবং মার্কাস লাবুশেন। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির পরেই ফের জোড়া ধাক্কা। কামব্যাক ম্যাচেই অস্ট্রেলিয়ার এই দুই মহারথীকে তুলে নিয়ে কামিন্সদের আরও চাপে ফেলে দেন জাডেজা। জাডেজাকে স্টেপ আউট করে মারতে গিয়েই ফাঁদে পড়ে যান লাবুশেন। এরপরের বলেই জাডেজার শিকার হন 'আনকোরা' ম্যাট রেনশ। বলের লাইন মিস করতেই এলবিডব্লু। রিভিউ নিয়েও উইকেট খোয়াতে হয় অস্ট্রেলিয়াকে। অবশেষে ব্যক্তিগত ৩৭ রানে সেই জাডেজাকেই উইকেট দিয়ে ড্রেসিংরুমে ফেরেন স্মিথ।
নাগপুরের শুকনো উইকেটে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে লড়াই শুরু করেছেন রোহিত-রাহুলরা। টস হেরে কিছুটা মুষড়ে পড়লেও সিরাজ-শামি-জাডেজাদের দাপটে ফের স্বপ্ন দেখতে শুরু করেছেন রোহিত-বিরাটরা।
ভারতীয় দলে সূর্যকুমারের অভিষেক হলেও ঠাঁই হয়নি শুভমন গিলের। তাঁর বদলে ওপেন করবেন লোকেশ রাহুল। পাশাপাশি, তিন স্পিনারের মধ্যে কুলদীপ যাদব সুযোগ পাননি।