দ্বিতীয় ইনিংসে একাই ৭ উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। দুই ইনিংস মিলিয়ে মোট ১০টি উইকেট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জ্বলে উঠলেন বাঁ হাতি অলরাউন্ডার।
কেরিয়ারের সেরা ফর্মে আছেন জাদেজা। চোট পেয়ে প্রায় ৫ মাস ক্রিকেট থেকে দূরে ছিলেন জাদেজা। মাঠে ফিরতেই ফের চেনা মেজাজে তিনি। দিল্লি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৪২ রান দিয়ে ৭ উইকেট নিয়ে নিলেন। এই পরিসংখ্যান জাদেজার ব্যক্তিগত তালিকায় অন্যতম সেরা।
আরও পড়ুন: কোটলার ঘূর্ণি সামলে দিল্লিতে ৬ উইকেটে দ্বিতীয় টেস্ট জিতল ভারত
আরও একটি নজির গড়লেন রবীন্দ্র জাদেজা। বর্ডার গাভাসকর ট্রফিতে পরপর দুটি টেস্টে পাঁচ উইকেট তুলে নিলেন তিনি। অস্ট্রেলিয়ার কোনও ব্যাটসম্য়ানই জাদেজার সামনে সচ্ছন্দ হতে পারেননি। অশ্বিন দ্বিতীয় ইনিংসে ৫৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন।