রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) আটকে দিলেন হর্ষল প্যাটেল। ৭ রানে জয় বিরাট কোহলির আরসিবির। ১৯০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৮২ রানে শেষ করল রাজস্থান রয়্যালস। ১৬ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন ধ্রুব জুরেল।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। বিরাট ফিরলেও ক্রিজে দাঁড়িয়ে যান দুপ্লেসি ও ম্যাক্সওয়েল। ১৮৯ রান তোলে আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে ০ রানে ফেরেন জস বাটলারও। ফেরান মহম্মদ সিরাজ।
আরও পড়ুন: পাশে ছিল ইডেন, বিধ্বংসী ইনিংস চেন্নাই সুপার কিংসের, কলকাতাকে ২৩৬ রানের টার্গেট
কিন্তু যশস্বী ও দেবদূত পাদ্দিকালের ব্যাটিংয়ে রান তাড়া করে রাজস্থান। শেষ দিকে নেমে ১৬ বলে ৩৪ রান করেন ধ্রুব জুরেল। কিন্তু ২০ ওভারে ১৮২ রানে শেষ হয় রাজস্থানের ইনিংস।