দোলের দিন চুটিয়ে রঙ খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মহিলা ক্রিকেট তারকারাও৷ ক্যাপ্টেন স্মৃতি মান্দানা থেকে শুরু করে রিচা ঘোষ, সোফি ডিভাইন, এলিস পেরিরা মুম্বইতে মেতেছিলেন রঙের উদযাপনে। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছিলেন RCB তারকারা। তবে রঙ খেলে এই মুহূর্তে বেজায় সমস্যায় পড়েছেন ক্রিকেট তারকা এলিস পেরি। কিছুতেই নাকি উঠছে না তাঁর চুলের রঙ৷ বাধ্য হয়ে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের কাছে চুল থেকে রঙ তোলার উপায় জানতে চেয়েছেন পেরি।
রঙের উদযাপনে RCB-এর মহিলা ক্রিকেটাররা, ভাইরাল স্মৃতি, এলিস পেরিদের রঙিন ছবি
'লাল চুলে'র ছবি শেয়ার করে পেরির প্রশ্ন 'দু'বার চুল ধুয়েছি, এই রং কি পাকাপাকি ভাবে থেকেই যাবে?' উল্লেখ্য, WPL 2023 এর শুরুটা খুব ভালো হয়নি RCB এর। পরপর দুটি ম্যাচ হেরেছে তারা৷ এই মুহূর্তে তাদের টিকে থাকার জন্য আরও কঠিন লড়াই করতে হবে। তার মাঝেই রঙের উৎসবে মেতেছিলেন RCB তারকারা।