রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে হয়ে খেলতেন এবি ডিভিলিয়ার্স ও ক্রিস গেইল। দুই তারকা ক্রিকেটারের জার্সি হল অফ ফেমে রাখার সিদ্ধান্ত আরসিবি-র। ১৭ নম্বর জার্সি পরতেন এবি ডিভিলিয়ার্স। ৩৩৩ নম্বর জার্সি পরতেন ক্রিস গেইল।
বর্তমানে আরসিবি টিমে নেই এবিডি ও ক্রিস গেইল। দুই ক্রিকেটাররা শ্রদ্ধা জানাতে এই দুই জার্সি কাউকে দেওয়া হবে না। ২৬ মার্চ আরসিবি-র উদ্যোগে হবে আনবক্স ইভেন্ট। ওই অনুষ্ঠানে দুই তারকা ক্রিকেটারকে হল অফ ফেমে অন্তর্ভূক্ত করা হবে।
গত বছরই আরসিবি ঘোষণা করে, দুই তারকা ক্রিকেটারকে হল অফ ফেমে অন্তর্ভূত করা হবে। ২০১১ সালে আরসিবি-তে যোগ দেন এবি ডিভিলিয়ার্স। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত আরসিবি-তে জার্সিতে খেলেছেন গেইল। পাঁচটি সেঞ্চুরির মালিক তিনি। আইপিএলে আরসিবি-র ইতিহাসে ১৭৫ রানও করেছেন গেইল।