বুধবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মহারণ। আইপিএলের প্লে-অফে নামছে (IPL Play Off) লখনউ সুপার জায়ান্টস ও আরসিবি। আইপিএলে ফের একবার বিরাট বনাম গম্ভীর (Virat vs Gambhir)। লখনউ টিমে বর্তমান মেন্টরের দায়িত্বে আছেন গম্ভীর। গত ম্যাচে ব্যাটে রান এসেছে বিরাটেরও। কলকাতায় লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে বড় রানই লক্ষ্য বিরাটের।
মঙ্গলবার দুপুর ৩টে ২০ নাগাদ যাদবপুরের সল্টলেক ক্যাম্পাসে অনুশীলনে আসে আরসিবি টিম (Team RCB)। এদিন বেশ ভাল মেজাজে দেখা যায় বিরাটকে (Virat Kohli)। লখনউ টিমের ক্রিকেটার মার্ক স্টয়নিসের সঙ্গে হাসি-ঠাট্টা করতে দেখা যায় বিরাটকে। তারপর প্র্যাকটিস উইকেটে ব্যাট করেন তিনি। বেশ কয়েকটি বল মাঠের বাইরে পাঠান। এদিন সম্পূর্ণ বায়ো-বাবলে অনুশীলন করে দল। টিম সদস্য ছাড়া আর কারও কোনও প্রবেশাধিকার ছিল না।
আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে ইস্টবেঙ্গলের, জানালেন সৌরভ
বুধবার আইপিএলের প্লে-অফ মূলত সম্মানরক্ষার লড়াই বিরাটের। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর বর্তমানে লখনউ টিমের মেন্টর। আইপিএলে একেবারেই ভালো সম্পর্ক নয় বিরাট ও গম্ভীরের। তাই লখনউকে হারিয়ে আইপিএলের ফাইনালে ওঠার সুযোগ একেবারেই ছাড়তে চাইছেন না বিরাটও।