প্রথম বলে বিরাট আউট। দ্বিতীয় ওভারে ফিরেছিলেন শাহবাজ আহমেদ। এরকম পরিস্থিতি থেকে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল আরসিবি। সৌজন্যে ফাফ দুপ্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল।
দুই তারকার ঝোড়ো ব্যাটিংয়ে বড় রান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। ৩৯ বলে ৬২ রান করলেন দুপ্লেসি। ৪৪ বলে ৭৭ রান গ্লেন ম্যাক্সওয়েলের। রাজস্থানকে ১৯০ রানের টার্গেট দিল আরসিবি।
দিনের শুরুটা ভাল হলেও শেষটা ভাল হয়নি রাজস্থানের বোলার ট্রেন্ট বোল্টের। প্রথম ওভারের প্রথম বলে বিরাটের উইকেট তুলে নেন। ৪ ওভারে ৪১ রান দিয়ে সংগ্রহ ২ উইকেট। ৪ ওভারে ৪৯ রান দিয়ে ২ উইকেট পেলেন সন্দীপ শর্মা।