এবার টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, তিন বিভাগেই সাফল্য এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। রান পেয়েছেন অধিনায়ক দুপ্লেসি ও বিরাট (Virat Kohli)। গত ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছেন দীনেশ কার্তিক (Dinesh Karthick)। মঙ্গলবার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)।
এবার আইপিএলে প্রথম মুখোমুখি হতে চলেছে আরসিবি ও লখনউ সুপার জায়ান্টস। এখনও পর্যন্ত দুই টিম চারটি করে ম্যাচ জিতেছে, আর দুটি ম্যাচে হেরেছে। ফর্মে আছে কেএল রাহুলের (KL Rahul) টিমও। গত ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক কেএল রাহুল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গত ম্যাচে লখনউ টিমে ফিরেছেন মনীশ পান্ডে (Manish Pandey)। ফিরেই ৩৮ রান করেছেন তিনি। এদিকে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আরসিবি টিমে ফিরেছিলেন হর্ষল প্যাটেল। এবার গত ম্যাচের প্রথম একাদশ নিয়েই মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
আরও পড়ুন: মিলারের দানবীয় ইনিংসে ফের হার চেন্নাইয়ের, লিগ টেবিলে শীর্ষ স্থানে গুজরাট টাইটানস
লখনউ টিমের হয়ে দারুণ ফর্মে আছেন আবেশ খান, জেসন হোল্ডার ও রবি বিষ্ণোই। এদিকে ব্যাঙ্গালোরের হয়ে দারুণ ফর্মে আছেন জোসে হ্যাজেলউড। শাহবাজ আহমেদ, মহম্মদ সিরাজরাও দারুণ পারফরম্যান্স করেছেন।