গত ম্যাচে সানরাইজার্সের কাছে একেবারে মুখ থুবড়ে পড়েছিল ব্যাঙ্গালোর। কিন্তু সেই জঘন্য হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারলেন না বিরাট, ডু'প্লেসিসরা। মঙ্গলবারের ম্যাচেও ১৪৫ রান তাড়া করতে নেমে ব্যাঙ্গালোর অল আউট হয়ে গেল মাত্র ১১৫ রানে।
গোটা টুর্নামেন্ট জুড়েই দল নিয়ে নানান পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন আরসিবি টিম ম্যানেজমেন্ট। কিন্তু তাতে যে খুব একটা লাভ কিছু হয়নি, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখালো মঙ্গলবারের ম্যাচ। শুরুটা ভালই করে ব্যাঙ্গালোরের বোলাররা। ব্যাট করতে নেমে অল্প রানের মধ্যেই পর পর উইকেট হারিয়ে যথেষ্ট চাপে পড়ে যায় রাজস্থান। দুই ওপেনার বাটলার এবং পাডিক্কালকে তুলে নেন হ্যাজেলউড এবং সিরাজ। কিন্তু তারপরেই ব্যাট হাতে বোলারদের আক্রমণ সাময়িকভাবে ঠেকিয়ে দেন 'নাইট ওয়াচম্যান' অশ্বিন। এরপর সেই লড়াইকে এগিয়ে নিয়ে গেলেন রয়্যাল অধিনায়ক স্যামসন, ড্যারেল মিচেলরা। ৫৬ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন রিয়ান পরাগ। তবে মঙ্গলবারও ব্যাট হাতে ব্যর্থ হেটমায়ার। নির্ধারিত ২০ ওভার শেষে রাজস্থান ৮ উইকেট হারিয়ে তোলে ১৪৪ রান।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই উইকেট হারায় ব্যাঙ্গালোর। ওপেন করতে নেমেও খুব একটা হেরফের হল না বিরাটের ব্যাটে। মাত্র ৯ রানের মাথায় রিয়ান পরাগের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর শুধুই আসা আর যাওয়ার পালা। ৩০ রানের গন্ডিও পেরোতে পারলেন না দলের সদস্যরা। সর্বোচ্চ ২৩ রান করেন অধিনায়ক দু'প্লেসিস।