শনিবারও WPL-এ শেষ বল পর্যন্ত গড়াল খেলা। ইউপি ওয়ারিয়ার্সকে মাত্র ২ রানে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠে প্রথম ম্যাচ জিতলেন স্মৃতি মান্ধানারা। দলের দুই নায়ক ছিলেন রিচা ঘোষ ও সোভানা আশা। হাফসেঞ্চুরি রিচার। ৫ উইকেট নিলেন আশা।
প্রথম ইনিংসে কী হয়েছিল
এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি আরসিবি-র। দুই ওপেনার সোফি ডিভাইন ও স্মৃতি মান্ধানা রান পাননি। মাত্র ৮ রানে আউট হয়ে যান এলিস পেরিও। ৫৪ রানে দলের ৩ উইকেট পড়ে যায়। প্রথমে অর্ধশতরান করেন মেঘানা। এরপরই আরসিবি-র ইনিংসকে টানেন রিচা। মাত্র ৩২ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি। ৩৭ বলে ৬২ রান করে দীপ্তি শর্মার ডেলিভারিতে বোল্ড হন। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান করেন আরসিবি।
রান তাড়া করতে নেমে গ্রেস হ্যারিস ও শ্বেতা সেহরাওয়াত বড় ইনিংস খেলেন। ৪ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট নেন সোভানা আশা। তাঁর স্পিনের দাপটেই ম্যাচে ফেরে আরসিবি। শেষ ওভারে প্রয়োজন ছিল ১১ রান। মাত্র ৮ রান দিলেন সোফি মলিনিউ। ২ রানে হারে ইউপি।