রবিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে কোনও চ্যালেঞ্জ নিতে তৈরি। জানালেন ভারত অধিনায়ক উদয় সাহারন। ফাইনালে নামার আগে অধিনায়ক জানিয়ে দিলেন, দলের সবাই ফিট। লড়াইয়ের জন্য প্রস্তুত।
এবার দেশের মাটিতে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই হারতে হয়েছিল ভারতকে। তাই এই ম্যাচকে বদলা বলছেন ক্রিকেটপ্রেমীরা। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে অধিনায়ক উদয় সাহারন জানিয়ে দিলেন, "ছেলেরা সব ধরনের চ্যালেঞ্জ নিতে তৈরি। আমরা উইকেট দেখেছি। আগে এই উইকেটে খেলা হয়েছে। দল প্রস্তুত।"
সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জেতে অস্ট্রেলিয়া। ভারত অধিনায়ক জানান, ভারতীয় দলের সদস্যরা সেমিফাইনালে অস্ট্রেলিয়ার খেলা দেখেছেন। ওই ম্যাচ থেকেই অস্ট্রেলিয়ার দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করবেন তাঁরা। জানিয়েছেন ভারত অধিনায়ক সাহারন।