আজই রাজা হওয়ার আসল দিন। কারণ, বিরাট কাঁধে ঝুলে ভারতের বিশ্ব টেস্ট জয়ের স্বপ্ন। ভাবুন না, এই মাঠ ওভাল নয়। এই মাঠ আপনার প্রিয় মেলবোর্ন বা মোহালি। অনেকবারই তো আপনার ব্যাটে অজিরা বধ হয়েছেন। তাহলে আজ কেন হবে না ? রবিবাসরীয় সকাল থেকেই এই প্রশ্নে ভেসে আপামর ভারতীয়। তাঁরা বলছেন, ওই যে ভদ্রলোক এখন ভারতীয় দলের কোচ, এমন পরিস্থিতিতে তাঁর ব্যাটে একবার নয়, দু বার বধ হয়েছে অস্ট্রেলিয়া। একবার ২০০১ সালে কলকাতায় ভেরি ভেরি স্পেশাল লক্ষ্মণের ছায়াসঙ্গী হিসাবে। আর একবার ২০০৩ সালে অ্যাডিলেডে। বিরাট আপনার সঙ্গে রাহানে আছেন। সেদিন রাহুল দ্রাবিড়ের সঙ্গী ছিলেন বিশ্ব ক্রিকেটে দুধের শিশু পার্থিব প্যাটেল। তাই কাম অন বিরাট, আজই আপনার রাজা হওয়ার আসল দিন।
৪৪ রান থেকে আজ রবিবার ওভালে শুরু হবে বিরাটের যুদ্ধ। প্রাক্তনদের দাবি, বিলেতের মাটিতে এই ঘটনা প্রথম নয়। এর আগেও ইংল্যান্ডের মাটিতে রান তাড়া করে টেস্ট ম্যাচ জয়ের নজির রয়েছে। বিরাটকে তাঁদের পরামর্শ, সেই পরিসংখ্যান মাথা থেকে সরিয়ে নিজের ব্যাটিং আর্কের মধ্যেই ফোকাস রাখতে। চতুর্থ দিনের শেষে মহম্মদ শামিও দাবি করলেন, পিচ নিয়ে যেমনটা ভাবা হয়েছিল, ঠিক তেমনটা হয়। এই পিচে যে ব্যাটার বেশি সময় কাটাবেন, এই পিচ তাঁর হয়ে উঠবে।
হ্যাঁ, সময় কাটাতে হবে। কারণ ৯০ ওভারে ২৮০ খুব কী বেশি ? টি-টোয়েন্টির বাজারে এই রান এখন তিনঘণ্টার ক্রিকেটেই উঠে যাচ্ছে। কিন্তু ওভালে বিরাটের পরীক্ষা সাত ঘণ্টা উইকেট আগলে রাখা। যাই হোক না কেন, রবিবাসরীয় ওভালে আজ ফাইনাল কাউন্টডাউন।