আর ৮ দিন পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ৭ জুন থেকে শুরু হবে ফাইনাল। ভারত টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে আসল ক্রিকেটারকেই নেয়নি। এমনই মনে করছেন রিকি পন্টিং। তাঁর মতে, এই টিমে হার্দিক পান্ডিয়া থাকলে, দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারতেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১৫ জনের দল ঘোষণা করেছে দুই দল। এখন সেই দল পাল্টাতে গেলে আইসিসির অনুমতি লাগবে। পন্টিংয়ের মতে, একটি মাত্র টেস্ট খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। হার্দিক এই ম্যাচে খেললে, দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারতেন। হার্দিক নিজেই জানিয়েছেন, টেস্ট খেলার মতো তাঁর শরীরের পরিস্থিতি নয়। কিন্তু একটা ম্যাচ খেলতেই পারত। পন্টিংয়ের মতে, তাঁর অলরাউন্ড পারফরম্যান্স ভারতকে বাড়তি সুবিধা দিতে পারত।
২০১৮ সালে শেষবার টেস্ট খেলেন হার্দিক। ইংল্যান্ডেই শেষবার টেস্ট খেলেছিলেন। ৫ উইকেট নেন তিনি। ২০১৭ সালে শ্রীলঙ্কার টেস্ট অভিষেক হয় তাঁর।