ভারতীয় ক্রিকেটের উপর এবার মোহভঙ্গ হল অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের। ওভালে গত তিন দিন ভারতীয় দলকে দেখে হতাশ পান্টার। এমনকী এবার রাহুল দ্রাবিড়কে কটাক্ষ করতে ছাড়লেন পাকিস্তানের আর এক প্রাক্তন। বসিত আলির দাবি, কোচ হিসাবে দ্রাবিড় জিরো। বিশ্ব টেস্টের ফাইনাল শুরুর আগে ভারতকে এগিয়ে রেখেছিলেন পন্টিং। দাবি করেছিলেন, ভারতীয় ব্যাটিং শক্তি ওভাল থেকে পুরো ফায়দা তুলবে। কিন্তু ভারতের প্রথম ইংনিস ২৯৬ রানে শেষ হতে মোহভঙ্গ পন্টিংয়ের।
পন্টিংয়ের দাবি, আইপিএল থেকে সোজা ওভালে টেস্ট খেলতে চলেছে এসেছেন ভারতীয়রা। টেস্ট খেলার জন্য কোনও প্রস্তুতি নেওয়া হয়নি। কারণ, কুড়ি ওভারের ম্যাচ খেলার পর ভারতীয় দলকে যথেষ্ট আনফিট এবং বিধ্বস্ত দেখিয়েছে। তবে অজিঙ্কা রাহানের আলাদা করে প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক। পন্টিংয়ের মতে, রাহানে না থাকলে, ওভালে আরও লজ্জায় পড়তে হত ভারতকে।
এদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ এনেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বসিত আলি। নিজের ইউটিউব চ্যানেলে তাঁর অভিযোগ ভাতীয় ইনিংসের ১৫ ওভারে এই ঘটনা ঘটেছে। অভিযোগের সব প্রমাণ তাঁর কাছে আছে বলেও দাবি করেছেন বসিত। কিন্তু তাঁর এই অভিযোগকে আমলই দেয়নি আইসিসি।