শনিবার থেকে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে ভারত। এই সিরিজে মাঠে নামার আগে সিরিজের অধিনায়ক সূর্যকুমার যাদবের থেকে ব্যাট চেয়েছিলেন রিঙ্কু সিং। ব্যাট কি পেয়েছেন নাইট তারকা? এবার এই প্রশ্নের উত্তরে মুখ খুললেন রিঙ্কু সিং।
এর আগে বিরাট কোহলি তাঁকে দু'বার নিজের ব্যাট নিয়েছেন। এবার রিঙ্কু অধিনায়কের কাছেই ব্যাটের আবদার করেছিলেন। এই প্রস্তাবে রাজি হয়েছিলেন সূর্য কুমারও।
সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে একটি স্টোরি দিয়েছিলেন 'স্কাই'। সেখানে লেখা ছিল 'গডস প্ল্যান। ঠিক আছে ব্যাট নিয়ে নিও।' আর সেই ইন্সটা স্টোরিটি রিঙ্কুও নিজের প্রোফাইলে শেয়ার করেছিলেন, 'দে দো ভাইয়া ব্যাট।' সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল এই দুই ছবি।
এই নিয়ে সম্প্রতি রিঙ্কু জানিয়েছেন, 'এখন তো বিরাট ভাইয়ের ব্যাট চলছে।' তাঁর উত্তর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, সূর্যকুমারের ব্যাট এখনও পাননি রিঙ্কু।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগে ফুরফুরে মেজাজেই রয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। শনিবার, ২৭ জুলাই পাল্লিকেলে প্রথম ২০ ওভারের ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।