দক্ষিণ আফ্রিকার মাটিতে রবিবার একদিনের ক্রিকেটে অভিষেক হচ্ছে রিঙ্কু সিংয়ের। মাঠে বল পড়ার আগেই একথা জানালেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। জোহান্সেবার্গে রাহুল জানিয়েছেন, টি-টোয়েন্টিতে ব্যাট করে রিঙ্কু এখন অনেক পরিণত। মিডল অর্ডারে রিঙ্কুর মতো ব্যাটার প্রয়োজন। এমনকী, ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক ময়দান, সব জায়গায় রিঙ্কু তাঁকে মুগ্ধ করেছেন বলেও জানালেন রাহুল।
বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ। তাই টিম কম্বিনেশন ম্যাচের আগে খোলসা করেননি লোকেশ রাহুল। জানিয়ে গেলেন, পিচ দেখেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। একইসঙ্গে জানালেন না, এই দলে তাঁর ব্যাটিং অর্ডার কী হবে ?
দক্ষিণ আফ্রিকার মাটিতে ম্যাচ জিতলেও সিরিজ এখনও জেতা হয়নি ভারতের। বিশ্বকাপের আগে রাহুলের নেতৃত্বেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। বিশ্বকাপের পর ৫০ ওভারের ক্রিকেটে সেই রাহুলের উপরেই দায়িত্ব নতুন চ্যালেঞ্জ নেওয়ার।