রোহিতের টেস্ট দলেও এবার কড়া নাড়তে শুরু করলেন নাইটদের অন্যতম সেরা অস্ত্র রিঙ্কু সিং। দক্ষিণ আফ্রিকার মাটিতে এবার ভারতীয় এ দলে নিজের জায়গা পাকা করে ফেললেন উত্তর প্রদেশের এই বাঁ-হাতি। শনিবার এক বিবৃতি ভারতীয় ক্রিকেটে বোর্ড জানিয়েছে, হর্ষিত রানার বদলে ভারতী-এ দলে নেওয়া হয়েছে রিঙ্কু সিংকে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে একদিনের ক্রিকেটে সদ্য অভিষেক হয়েছে রিঙ্কুর। পার্লে শেষ ম্যাচে তাঁর ঝড়ো ব্যাটিং ফের মুগ্ধ করেছে সুনীল গাভাসকরকে। ম্যাচ শেষে গাভাসকর জানিয়েছেন, এই ক্রিকেটারকে এবার তিনি টেস্ট দলে দেখতে চান। তার প্রাথমিক ধাপ হিসাবে ভারতীয় এ দলে জায়গা পেলেন রিঙ্কু।
উত্তরপ্রদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন কলকাতা নাইট রাইডার্সের এই ক্রিকেটার। ইতিমধ্যেই তিন হাজারের বেশি রান করেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে শতরানও আছে রিঙ্কুর।