চলতি বছরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। ১০টি T20 ম্যাচে মোট রান ১৮০। ৬ নম্বরে ব্যাট করে টিমের রানকে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর আসল কাজ। রিঙ্কু সিং ফিনিশারের ভূমিকা পালন করছেন। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার নামবেন। প্রথমদিন অনুশীলন করার পর অভিজ্ঞতা কেমন, জানালেন রিঙ্কু।
বোর্ডের একটি সাক্ষাৎকারে রিঙ্কু জানান, এই প্রথম তিনি কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে খেললেন। রিঙ্কুর মতে, তাঁর ভূমিকা জানেন হেড কোচ। তাই চাপমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন তাঁকে। ভারতের উইকেটের সঙ্গে দক্ষিণ আফ্রিকার উইকেটের আকাশ-পাতাল পার্থক্য। অনুশীলনে নেমে সেটাও অনুভব করতে পেরেছেন জানালেন রিঙ্কু সিং।
দক্ষিণ আফ্রিকার পেস ও বাউন্সে ভরা উইকেটে রিঙ্কু সিং কি সাফল্য পাবেন! ফুটওয়ার্ক, টেকনিক কতটা কাজে লাগবে রিঙ্কু সিংয়ের। আইপিএলে কেকেআরের হয়ে বরাবর ফিনিশ করে গিয়েছেন। কিন্তু বিদেশের উইকেটে কতটা সফল হতে পারবেন রিঙ্কু, তা সময়ই বলবে।