প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়। কানপুরে বৃষ্টিতে টানা তিনদিন বন্ধ দ্বিতীয় টেস্ট। এবার বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের T20 সিরিজ খেলবে ভারত। এদিকে T20 সিরিজের জন্য দলঘোষণা করেছে বিসিসিআই। এরপর টানা ৮টি টেস্ট আছে। তাই বিশ্রামে অধিকাংশ ক্রিকেটার। বাংলাদেশের বিরুদ্ধে T20 সিরিজে ওপেনিং কম্বিনেশন কী হবে! বোর্ডের প্রাক্তন নির্বাচক সাবা করিম চাইছেন, ওপেন করুক রিঙ্কু সিং ও অভিষেক শর্মা।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে রয়েছেন স্পেশালিস্ট ওপেনার অভিষেক শর্মা। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালকে। তাই মনে করা হচ্ছে, অভিষেকের সঙ্গী হতে পারেন সঞ্জু স্যামসন। তালিকায় আছেন সূর্যকুমার যাদবও। কিন্তু সাবা করিমের মতে, অভিষেকের সঙ্গে ওপেন পাঠানো উচিত রিঙ্কু সিংকে। সাবা করিম জানান, রিঙ্কু খুব কম বল খেলার সুযোগ পান। কিন্তু ও একজন কমপ্লিট প্লেয়ার। যত বেশি সুযোগ পাবে, তত বল খেলবে। তা দলের জন্য লাভজনকও হবে।
শনিবার T20 সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই। দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং ও হার্দিক পান্ডিয়া থাকছেন এই দলে। আছেন রিয়ান পরাগ, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর। বোলিংয়ে আছেন রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব।
রবিবার নিজেদের দল ঘোষণা করেছে বাংলাদেশও। T20 ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন সাকিব আল হাসান। তাই দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদি হাসান। এই সিরিজে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ও রাকিবুল হাসানও।