আগেই ঘোষণা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নেতা রোহিত শর্মা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফটোশুটও হয়ে গেল। সোমবার এই অনুষ্ঠানে উল্লেখযোগ্য মুখ রিঙ্কু সিং। তাহলে কী, আইপিএলের আগেই ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রিঙ্কু ? সোমবার ফটোশুট অনুষ্ঠানের পর এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে।
আগামী ৭ মার্চ ধর্শামলায় শেষ টেস্ট ম্যাচ শুরু হবে। এই ম্যাচ শুরু হওয়ার আগে সোমবার বিশ্বকাপের ফটোশুট সেরেছে দল। ফটোশুটের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। ধর্মশালায় উড়ে গিয়েছিলেন রিঙ্কু। ফটোশুটে হাজির ছিলেন কলকাতা নাইট রাইডার্সের ফিনিশার। এর ফলে বোঝাই যাচ্ছে আইপিএলে যেমনই পারফরম্যান্স হোক না কেন, বিশ্বকাপে রঙ্কুর জায়গা একপ্রকার পাকা।
আরও পড়ুন - ফের নতুন করে সমস্যায় কলকাতা ডার্বি , ম্যাচের সময় পিছিয়ে দেওয়া হলেও মিলছে না টিভির স্লট