২০২২ সালে সেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ বিসিসিআইয়ের (BCCI)। সেরার তালিকায় নেই বিরাট কোহলি বা রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে সেরা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। ভারতের হয়ে টেস্টে রানের বিচারে সেরা তিনিই। ৭ ম্যাচ ৬৮০ রান করেছেন পন্থ।
এবার বর্ষসেরা ভারতীয় বোলার জসপ্রীত বুমরা (Jaspreet Bumrah)। ৫ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন তিনি। দুবার ইনিংসে ৫ উইকেট করে নিয়েছেন তিনি। ব্যাটে পন্থ ও বলে বুমরা এবার সেরা টেস্ট প্লেয়ার। পন্থ গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ঋষভ পন্থ। চোট নিয়ে ভুগছেন জসপ্রীত বুমরা। একদিনের ক্রিকেটে সেরা ক্রিকেটার শ্রেয়স আয়ার ও মহম্মদ সিরাজ।
আরও পড়ুন: ব্যাট ঘুরিয়ে 'দাদা' বললেন 'শীঘ্রই আসছে'! কিন্তু কী আসছে? সৌরভের টুইট ঘিরে জল্পনা
২০২৩ সালে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ হবে ভারতে। এবার ১৭টি ম্যাচে একটি সেঞ্চুরি করেছেন শ্রেয়স। ৬টি হাফসেঞ্চুরি করেছেন। তাঁর সংগ্রহ ৭২৪ রান। সিরাজ ১৫ ম্যাচে নিয়েছেন ২৪ উইকেট।সব শেষে অবশ্যই ঈশান কিশনের ২০০ রানের ইনিংস।