T20 বিশ্বকাপ ফাইনালে শূন্য রানে আউট। শনিবার কেনসিংটনে অনিচ্ছাকৃত রেকর্ড ঋষভ পন্থের। এর আগে কোনও T20 বিশ্বকাপ ফাইনালে আর কোনও ভারতীয় ব্যাটারের নামের পাশে এমন রেকর্ড নেই। ফাইনালে খাতাই খুলতে পারলেন না ভারতের উইকেট রক্ষক ব্যাটার।
দ্বিতীয় ওভারে অধিনায়ক রোহিত শর্মা প্যাভিলিয়ানে ফেরার পর তিন নম্বরে ব্যাট করতে আসেন ঋষভ পন্থ। কেশব মহারাজের ডেলিভারিতে সুইপ করতে গিয়ে শূন্য রানে ফেরেন পন্থ।
২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালে সবথেকে কম রান করে প্যাভিলিয়ানে ফেরার রেকর্ড ছিল অজিঙ্কা রাহানের নামের পাশে। তিনি ৮ বলে ৩ রান করেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভারতীয় ক্রিকেটার হিসেবে সর্বনিম্ন স্কোর করার রেকর্ড এবার ঋষভ পন্তের নামের সঙ্গে জুড়ে গেল।