গাড়ি দুর্ঘটনার ধকল সারিয়ে গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন করেছিলেন ঋষভ পন্থ। তারপর থেকে আন্দাজ করা যাচ্ছিল ২০২৫ আইপিএলের মেগা নিলামে সবার নজরে থাকবেন তিনি। হল ও তাই। আইপিএলের ইতিহাসে সব রেকর্ড ভেঙে ফেললেন পন্থ। সৌদি আরবের জেড্ডার নিলাম টেবিলকে সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে উঠলেন তিনি। আর তাঁকে দলে নিতে এবার শুরু থেকেই ঝাঁপিয়েছিল লখনউ সুপার জায়েন্ট। তারা সফলও হয়েছে। দিল্লির জার্সি ছেড়ে এবার নিজের রাজ্য উত্তরপ্রদেশে ফিরছেন ঋষভ। সৌজন্যে LSG।
ফলে নিলামের আগে থেকেই ঋষভ পন্থকে দলে নেওয়ার পরকল্পনা ছিল লখনউ টিম ম্যানেজমেন্টের। তাঁর জন্য নাকি ২৬ কোটি টাকা বরাদ্দও করা হয়েছিল। শেষ পর্যন্ত ২৭ কোটি টাকা খরচ করে তাঁকে দলে নিয়েছে লখনউ। বাড়তি টাকা খরচ হলেও পন্থকে নেওয়া লখনউ সুপার জায়েন্টের সাফল্য বটেই। তবে এই বাড়তি টাকার জন্য যে দল গঠনে কোনও প্রভাব পড়েনি তা বলাই বাহুল্য। কারণ পন্থকে নেওয়ার পাশাপাশি দলে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছেন মেন্টর জাহির খান এবং কোচ জাস্টিন ল্যাঙ্গার। মোট ২৪ জন ক্রিকেটারকে নিয়ে কেমন দল গড়ল লখনউ? দেখে নেওয়া যাক এক নজরে।
টপ অর্ডার
ঋষভ পন্থ ছাড়াও দলের টপ অর্ডার কিন্তু এক্কেবারে সাজিয়ে নিয়েছে লখনউ। পন্থের সঙ্গে ওপেনিং করতে পারে অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। এছাড়াও ওপেনার হিসেবে লখনউ দলে রয়েছেন অরুণ জুয়েল, আর্শিন কুলকার্নি এবং যুবরাজ চৌধুরি। তিন নম্বরে থাকতে পারেন এইডেন মারক্রম। রয়েছেন ম্যাথু ব্রিজও।
মিডল অর্ডার
লখনউ নিজেদের মিডল অর্ডার শক্ত করতে দলে নিয়ে নিয়েছে নিকোলাস পুরানকে। গত তিন মরশুম তাঁর উপর ভরসা রেখেছে লখনউ সুপার জায়ান্ট। তিনি ছাড়াও মিডিল অর্ডারে থাকছেন হিম্মত সিং, দিগবেশ সিংয়ের মতো তরুণ ব্যাটার।
ফিনিশার
পাঁচ নম্বরের জন্য দল বাছাই করে নিয়েছে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। তাঁর সঙ্গে থাকতে পারেন আয়ুষ বাদোনি। নেওয়া হয়েছে অলরাউন্ডার আব্দুল সামাদকেও।
স্পিনার
লখনউ নিজেদের স্পিন বিভাগেও যথেষ্ট বাছাই করেই ক্রিকেটার শপিং করেছে। দলে নেওয়া হয়েছে রবি বিষ্ণোই, শাহবাজ, মণিমরম সিদ্ধার্থের মতো খেলোয়াড়কে।
পেসার
লখনউ প্রতিপক্ষকে কাবু করার জন্য নিজেদের পেস বোলিংয় নিয়েও যথেষ্ট ভাবনা চিন্তা করেছে কর্তৃপক্ষ। পন্থের পর সবচেয়ে বেশি খরচ এই বিভাগেই করা হয়েছে। ৯ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে দলে নেওয়া হয়েছে আবেশ খানকে। আর তৃতীয় সর্বোচ্চ তালিকায় রয়েছেন বাংলার আকাশদীপ। তাঁকে দলে নিতে খরচ হয়েছে ৮ কোটি টাকা। এছাড়াও মায়াঙ্ক যাদব, মহসিন খানকে রিটেন করেছে লখনউ। সঙ্গে রয়েছেন মার্শ, শামার জোসেফ, প্রিন্স যাদব এবং রাজবর্ধন হাঙ্গারেকর।
লখনউ সুপার জায়ান্টসের স্কোয়াড
নিকোলাস পুরান, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব, মহসিন খান, আয়ুশ বাদোনি, ঋষভ পন্থ, ডেভিড মিলার, এইডেন মারক্রম, মিচেল মার্শ, আবেশ খান, আবদুল সামাদ, আরিয়ান জুয়েল, আকাশদীপ, হিম্মত সিং, এম সিদ্ধার্থ, দিগবেশ সিং, শাহবাজ আহমেদ, আকাশ সিং, সমর জোশেফ, প্রিন্স যাদব, যুবরাজ চৌহান, রাজবর্ধন হাঙ্গারগেকার, আর্শিন কুলকারনি, ম্যাথিউ ব্রিটজ।