আলোয় ফেরা এখন সময়ের অপেক্ষা। আইপিএল শুরুর আগে ঋষভ পন্থকে নিয়ে এমনটাই দাবি করলেন দিল্লি ক্রিকেটের ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। মনে করা হচ্ছে আগামী পাঁচই মার্চ বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমি থেকে ফিট ঘোষণা করা হতে পারে ঋষভকে। আর সেই কারণে পন্থকে নিয়ে ধীরে চলো দিল্লি।
২২ মার্চ থেকে শুরু হচ্ছে এই মরশুমের আইপিএল। প্রথম পর্বে চলবে সাত এপ্রিল পর্যন্ত। তার আগে সৌরভ জানিয়েছেন, ফিট হওয়ার পর সবরকম চেষ্টা করছেন ঋষভ। তাই এই অবস্থায় কোনও তাড়াহুড়ো চাইছেন না সৌরভ।
প্রায় দেড় বছরের বেশি সময় ক্রিকেট মাঠের বাইরে ভারতীয় এই উইকেটকিপার। সামনে আইপিএল, তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঋষভ চাইছেন তার আগে মাঠে নেমে নিজেকে ঝালিয়ে নিতে।