শুধু ব্যাটার নয়, উইকেটকিপার হিসেবেও এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে পারফর্ম করতে পারবেন। আর আইপিএলে দুই বিভাগে পারফর্ম করতে পারলেই T20 বিশ্বকাপে খেলতে পারবেন ঋষভ পন্থ। বোর্ড সচিব জয় শাহ জানিয়েছে, সম্পূর্ণ ফিট থাকলেই T20 বিশ্বকাপের দলে ঋষভকে নিয়ে বিবেচনা করবে বিসিসিআই।
সোমবার বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, নেটে ভাল ব্যাট করছেন ঋষভ পন্থ। নেটে ভাল কিপিং করতেও দেখা গিয়েছে। তাই ওকে ফিট ঘোষণা করে দেওয়া হয়েছে। আইপিএলের পরই শুরু হবে T20 বিশ্বকাপ। আইপিএলের পারফরম্যান্স দেখেই বিশ্বকাপের দল বাছাই হবে। জয় শাহ মনে করছেন, ঋষভ T20 বিশ্বকাপ খেললে দলের জন্য বড় ব্যাপার। কিপিং করতে পারলে বিশ্বকাপে দেখাই যেতে পারে ঋষভকে।
এনসিএ ইতিমধ্যেই আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছে ঋষভ পন্থকে। ঋষভ ফিট সার্টিফিকেট পাওয়ার জন্য খুশি দিল্লি শিবিরও। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পন্থ দলে ফেরায় দিল্লি অনেকটাই শক্তিশালী হল।