গতবছর ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। এখনও রিহ্যাবে ফিট হওয়ার চেষ্টা চালাচ্ছেন। আসন্ন বিশ্বকাপে জাতীয় দলে ফেরার চেষ্টা। কিন্তু দুঃসংবাদ শোনালেন ইশান্ত শর্মা। তিনি জানিয়ে দিলেন, এবার বিশ্বকাপে ঋষভের খেলা কঠিন।
আইপিএলে খেলতে পারেননি ঋষভ পন্থ। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি মেডিকেল রিপোর্টও দিয়েছে বিসিসিআই। কিন্তু বিশ্বকাপে ঋষভ খেলতে পারবেন কিনা, তা নিয়ে সরাসরি মুখ খোলেননি কেউ। একটি সাক্ষাৎকারে ইশান্ত শর্মা জানান, জাতীয় দলের জার্সিতে পন্থের খেলার সম্ভাবনা নেই। আগামী বছর আইপিএলেও তাঁকে দেখা যাবে কিনা, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ইশান্ত।
আরও পড়ুন: আন্দ্রে রাসেলের ছয়ে আহত খুদে সমর্থক, ম্যাচের পরই দেখা করতে ছুটলেন অলরাউন্ডার
গতবছর ডিসেম্বরে, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে ঋষভ পন্থের গাড়ি। গাড়ির কাঁচ ভেঙে বেরিয়ে আসেন। গাড়িতে আগুনও লেগে যায়। এবছর আইপিএলে ডাগআউটে আসেন ঋষভ। নিজেই জানিয়েছিলেন, বিশ্বকাপে ফিট হয়ে জাতীয় দলের জার্সি পরতে পারবেন তিনি।