তাঁকে দেখে বারবার বলতে ইচ্ছে করে এভাবেও ফিরে আসা যায়! এই লাইনটা যেনই তাঁরই জন্য। সেটি আরও একবার প্রমাণ করলেন টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। লাল বলের ক্রিকেটে ফিরেই বাংলাদেশ টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসেই চোখ ধাঁধানো সেঞ্চুরি হাঁকালেন তিনি। একই সঙ্গে স্পর্শ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটি রেকর্ডকে।
কোন রেকর্ড স্পর্শ করলেন পন্থ?
আসলে উইকেট কিপার হিসেবে টেস্ট ক্রিকেটে ১৪৪ ইনিংস খেলে ৬ টা সেঞ্চুরি করেছেন মহেন্দ্র সিং ধোনি। চলতি ভারত বনাম বাংলাদেশ ম্যাচে ধোনির সেই রেকর্ডই ছুঁয়েছেন পন্থ। শনিবার চিপকে নিজের টেস্ট কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি হাঁকিয়েছেন পন্থ। তাও আবার ধোনির থেকে অনেক কম ইনিংস খেলে।
তবে, ধোনির রেকর্ড ছোঁওয়ার লড়াই পন্থের জন্য মোটেই সহজ ছিল না। দুর্ঘটনার কারণে প্রায় দু'বছর মাঠের বাইরে ছিলেন পন্থ। চলতি আইপিএল দিয়ে নিজের ক্রিকেটের দ্বিতীয় ইনিংস শুরু করেন তিনি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ।
দুর্ঘটনার কারণে টেস্টে ক্রিকেট থেকেও দূরে ছিলেন পন্থ। ভারত-বাংলাদেশ ম্যাচের জন্য ৬৩২ দিন পর গায়ে টেস্ট ক্রিকেটের জার্সি গলিয়েছিলেন তিনি। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসেও চাপের মুখে ভাল ইনিংস খেলেছিলেন পন্থ। তবে শুরুটা ভাল করলেও বড় ইনিংস খেলতে পারেননি। প্রথম ইনিংসের আক্ষেপ পূরণ করলেন দ্বিতীয় ইনিংসে। বাংলাদেশ দেখল পন্থের দাপট। ১০৯ রানের ইনিংস খেললেন তিনি। আর প্রমাণ করলেন এভাবেও ফিরে আসা যায়।