মাস শুরু হলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই টি-টোয়েন্টি বিশ্বকাপের হাত ধরেই কামব্যাক করেছেন ঋষভ পন্থ। প্রায় ১৬ মাস পরে দেশের জার্সি গায়ে তুললেন ঋষভ পন্থ।
বিশ্বকাপের আগেই প্রকাশ্যে এল দেশের মিডল অর্ডারের তারকা ক্রিকেটারের একটি ছবি। তাঁর গায়ে রয়েছে জাতীয় দলের জার্সি। যে ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এমনকি ঋষভের ব্যাটিং অনুশীলনেরও একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে বিসিসিআইয়ের তরফে। মার্কিন মুলুকে অনুশীলনের ফাঁকে ঋষভ বলতে শোনা গিয়েছে, 'ভারতের জার্সি গায়ে চাপিয়ে ফের মাঠে নামতে পেরে ভাল লাগছে। গোটা বিষয়টা খুব মিস করেছি। ওদের সঙ্গে সময় কাটাচ্ছি, মজা করছি। ভাল লাগছে।'