আর বায়ো-বাবেল নেই। মজায় আছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। ঘরের মাঠে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ খেলতে নামার আগে খোশ মেজাজে ভারতীয় উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ। তিনি জানিয়েছেন, অবশেষ যেন মুক্তি। আর বায়ো বাবেলের মধ্যে কাটাতে হবে না।
করোনার জন্য প্রায় দু বছর প্রতি সিরিজ বায়ো বাবেলের মধ্যে কাটিয়েছে ভারতীয় দল। এমনকী দুবাই এবং ঘরের মাঠে আইপিএলেও ছিল বায়োবাবেলের নিয়ম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল, আর বায়োবাবেল থাকছে না। এই ঘোষণাতেই খুশি ঋষভ। তাঁর মতে, বেশ চাপের মধ্যে অনেক সিরিজ খেলতে হয়। তাই ম্যাচের পর শরীর আরাম চায়। তখনও যদি নিয়মের বেড়াজাল থাকে, তখন খুবই মুশকিল হয়।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখা হচ্ছে। ঋষভের দাবি, শুধু দক্ষিণ আফ্রিকা নয়, অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ শুরুর আগে আরও দুটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে ভারত। যা প্রস্তুতি হিসাবে কাজে লাগবে।