একটা দুর্ঘটনা। যা বদলে দিয়েছিল তাঁর জীবনকে। রঙিন জীবন হয়েছিল ধূসরময়। দেখতে দেখতে কেটে গিয়েছে দেড় বছর। সেই বিপর্যয় কাটিয়ে আবার মাঠে তিনি। একেবারে নেতা হিসাবে। শনিবার আইপিএলে ফের দেখা যাবে ঋষভ পন্থকে।
নেটে ফিরেছেন। ছক্কা হাঁকাচ্ছেন। আর তাঁকে দেখে মুগ্ধ স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার আগে সৌরভ জানিয়েছেন, ঋষভকে নিয়ে তিনি আপ্লুত। ভাবতেই পারছেন না এই ভাবে ফিরে আসা যায়।
শুধু সৌরভ নন, ঋষভকে নিয়ে আশাবাদী দিল্লির কোচ রিকি পন্টিংও। ঋষভকে নেটে দেখার পর পন্টিং জানিয়েছেন, এই আইপিএল ঋষভের হতে পারে। আর যাঁকে ঘিরে এই স্বপ্ন, সেই ঋষভ কী বললেন ?
মাঠে নামার আগে পন্থ জানিয়েছেন, পঞ্জাব ম্যাচে তাঁর প্রথম টার্গেট থাকবে প্রথম বল ব্যাটে লাগানো। কারণ, গত দেড় বছর ধরে এক অন্য জীবনের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। এবার তিনি মূলস্রোতে ফিরতে চান।