দুর্ঘটনার পর প্রথমবার প্রকাশ্যে দেখা গেল ঋষভ পন্থকে (Rishabh Pant)। ক্রাচ নিয়ে হাঁটার ছবি শেয়ার করলেন ভারতের উইকেট কিপার। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন।
শুক্রবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় (Social Media) দুটি ছবি শেয়ার করেন পন্থ। সাদা টি-শার্ট ও কালো শর্টস। হাতে এখনও ব্যান্ডেজ। পায়েও ক্রেপ ব্যান্ডেজ বাঁধা তাঁর। এতদিন পর তাঁকে দেখতে পেয়ে খুশি আপামর ক্রিকেট অনুরাগীরা।
পন্থ ছবিটি শেয়ার করে লিখেছেন, "এক ধাপ ভাল হয়ে ওঠার দিকে এগিয়ে যাওয়া। এক ধাপ শক্তিশালী হয়ে ওঠা। এক ধাপ ভাল হয়ে ওঠা।"
আরও পড়ুন: রোহিতের সেঞ্চুরির পর জাদেজা-অক্ষরের পার্টনারশিপ, দ্বিতীয় দিনে ১৪৪ রানে এগিয়ে ভারত
গত ৩০ ডিসেম্বর ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় আহত হন ঋষভ পন্থ। পন্থের জন্য প্রার্থনা করেছে গোটা দেশ। গত ১৬ জানুয়ারি, সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট করেন পন্থ।