দুর্ঘটনার সময় ঋষভ পন্থ (Rishabh Pant) মদ্যপ ছিলেন না। এমনই জানালেন হরিদ্বারের এসএসপি অজয় সিং। দিল্লি-দেরাদুন হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ। হরিদ্বারের পুলিশকর্তা (Police Officer) জানিয়েছেন, মানুষ ভুল খবর ছড়াচ্ছেন। সুস্থ ও স্বাভাবিক অবস্থাতেই ছিলেন ঋষভ পন্থ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রুরকি এলাকায় হাইওয়েতে দুর্ঘটনার পর ঋষভ পন্থকে গাড়ি থেকে টেনে নামান এক বাস ড্রাইভার। গাড়িতে আগুন লেগে গিয়েছিল। সঠিক সময় না বেরোতে পারলে বড় সড় বিপদ হতে পারত। দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখন স্থিতিশীল ঋষভ পন্থ।
আরও পড়ুন: রোনাল্ডো যোগ দিতেই লাফিয়ে বাড়ল আল নাসের ক্লাবের ফলোয়ার সংখ্যা
উত্তরাখণ্ড পুলিশের ডিজিপি অশোক কুমার বলেন, "ভোর ৫টা ৩০ মিনিটে ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনা ঘটে। ডিভাইডারে ধাক্কা মারে গাড়ি। প্রথমে রুরকির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে দেরাদুনে নিয়ে যাওয়া হয় তাঁকে।"