মেলবোর্ন টেস্টে হারের পর ক্ষুব্ধ পাকিস্তান টিম। মহম্মদ রিজওয়ানের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কোচ মহম্মদ হাফিজ শুক্রবারই এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এবার আইসিসি-র দ্বারস্থ হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনই সিদ্ধান্ত নিয়েছেন বাবর-রিজওয়ানরা।
ক্রিকেটে অতিরিক্ত প্রযুক্তির ব্যবহার নিয়ে আগেও সরব হয়েছিল পাকিস্তান। বিশ্বকাপের একচি ম্যাচেও প্রতিবাদ করেছিল বোর্ড। এবার পাক বোর্ডের প্রধান জাকা আশরফ কোচ হাফিজের সঙ্গে কথা বলে আইসিসি-কে জানানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৬১তম ওভারে কামিন্সের বাউন্সার ডাক করেন রিজওয়ান। বল উইকেট কিপারের হাতে জমা পড়ে। রিজওয়ানের পাশ দিয়ে বল যাওয়ার সময় আওয়াজ হয়। অস্ট্রেলিয়া আউটের আবেদন করলেও তা নাকচ করেন আম্পায়ার। এরপরই ডিআরএস নেন কামিন্স। দেখা যায় রিস্টব্যান্ডে বল লেগেছে। থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন।