বোর্ড সভাপতি পদে থাকছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর পরিবর্তে বোর্ডের সভাপতি পদে আসতে চলেছেন রজার বিনি। তিন বছর বোর্ড সভাপতি থাকলেন সৌরভ। তবে বোর্ড সচিব পদে থাকছেন জয় শাহ। ১৮ অক্টোবর বোর্ডের বার্ষিক সভা ও নির্বাচন। তখনই বোর্ডের নয়া প্রেসিডেন্টের নাম ঘোষণা করতে পারে BCCI।
১২ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। জানা গিয়েছে, কর্নাটক রাজ্য ক্রীড়া সংস্থা প্রতিনিধি হিসেবে রজার বিনির নাম পাঠাবে। এদিকে বোর্ডের পক্ষ থেকে আইসিসি প্রতিনিধি হবেন জয় শাহ। বোর্ডের সহ সভাপতি হিসেবে থাকবেন রাজীব শুক্লা। এবার বোর্ডের আইপিএল কমিটির চেয়ারম্যান হচ্ছেন অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ সিং ধুমাল।
আরও পড়ুন: সৌরভকে নিয়ে বিজেপিকে খোঁচা কুণাল ঘোষের, পাল্টা প্রতিক্রিয়া শমীকের
আইসিসি চেয়ারম্যান পদে ভারতের হয়ে কার নাম মনোনীত হবে, তা এখনও জানা যায়নি। ১৮ অক্টোবর বোর্ডের সভাপতির পদের দায়িত্ব নেবেন প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার রজার বিনি।