যশপ্রীত বুমরা কি বিশ্বকাপ খেলবেন ? গুয়াহাটিতে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজকে ছাপিয়ে এখন এই প্রশ্নের উত্তর হাতড়ে বেরাচ্ছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। কারণ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পিঠে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন বুমরা। একধাপ এগিয়ে দাবি করা হয়েছিল, বুমরা বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন। সেই দাবিকে আপাতত ঠান্ডা ঘরে রাখতে চান ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়। তাই জল্পনা আরও জেগে উঠেছে। এই পরিস্থিতিতেই সপ্তমীর সন্ধ্য়ায় উত্তর-পূর্বের রাজ্য গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। এই ম্য়াচ জিতলে একটা রেকর্ড হবে। ২০১৮ সালের পর এই প্রথম ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হারবে দক্ষিণ আফ্রিকা।
শেষ ম্য়াচে কেরলের মাটিতে সহজ ভাবেই জিতেছে ভারত। চোট সারিয়ে দলে ফিরে দুরন্ত দীপক চাহার। বাঁ-হাতি অর্শদীপ সম্পর্কে দিনে দিনে আগ্রহ বাড়ছে প্রাক্তনদের। বোলিং দুই নতুন ওপেনার নিয়ে প্রথম ম্য়াচে দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানের মধ্য়ে গুটিয়ে দিয়েছিলেন রোহিত শর্মা। স্বস্তি আর এক জায়গাতেও। বিরাটের পর রানে ফিরেছেন লোকেশ রাহুল। দীর্ঘদিন পর রাহুলের ব্যাটে হাফ সেঞ্চুরি এসেছে। মোটামুটি ভাবে বলতে গেলে, বিশ্বকাপের আগে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিচ্ছে রাহুল দ্রাবিড়ের দল।
আগেই ঠিক ছিল আঠেরো দিন আগে অস্ট্রেলিয়া যাবে ভারত। এবার ঠিক হল, বিশ্বকাপে ভারতীয় দলের সঙ্গে নিয়ে যাওয়া হবে দুই পেসার মহম্মদ সিরাজ এবং উমরান মালিককেও।