ধর্মশালায় কয়েক মিনিটের ব্যবধানে জোড়া শতরান। ইংল্যান্ডের বিরুদ্ধে পর পর শতরান করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল। এদিন পঞ্চম টেস্টে ১৫৪ বলে ১০০ রান করেন অধিনায়ক রোহিত। ১৩৭ বলে শতরান শুভমনের ব্যাট থেকে।
১৫০ রানের পুঁজি নিয়ে হিমাচলের জনপদে এদিন দিন শুরু করেছিল টিম ইন্ডিয়া। লাঞ্চ পর্যন্ত ভারতের স্কোর এক উইকেটে ২৬৪ রান। পরিস্থিতি যা, তাতে এই টেস্টেও বড় রানের দিকে ভারত। আপাতত এগিয়ে ৪৬ রানে।
এর আগে, প্রথম দিনেই ইংল্যান্ডকে ২১৮ রানে গুটিয়ে দেন ভারতীয় বোলাররা। ৭২ রানে পাঁচ উইকেট নেন কুলদীপ যাদব। চার উইকেট শততম টেস্ট খেলা অশ্বিনের ঝুলিতে।