প্রতিবেশী বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে মাঠে নামবে ভারত (India)। তার আগে নয়া চমক ভারতীয় দলে। ক্যাপ্টেন রোহিত শর্মাও (Rohit Sharma) নাকি আগামী এই ম্যাচে বল করবেন। অন্তত এমনটাই আন্দাজ করা যাচ্ছে বাংলাদেশ ম্যাচের আগের অনুশীলন। কারণ এই অনুশীলনে হঠাৎ বল করতে দেখা গেল দলের অধিনায়ক রোহিত শর্মাকে। তবে, জল্পনা বাড়লেও আদৌ তিনি বল করবেন কি না তা এখনও নিশ্চিত নয়।
জয়ের হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করেছে ভারত। রানের নিরিখে তাক লাগিয়েছেন রোহিত শর্মা। এই পরিস্থিতি কোন টিম নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে ভারত তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, মোটামুটিভাবে পাকিস্তান ম্যাচের দলই মাঠে নামাতে চলেছে ভারত। তবে, মাঠের বাইরেই বসতে হবে অশ্বিনকে।
আরও পড়ুন - ইতিমধ্যেই ৮০০০ কিলোমিটার পথ পাড়ি, বিশ্বকাপের ক্লান্তি কাটাতে কী দাওয়াই টিম ইন্ডিয়ার
ব্যাটিংয়ে তেমন কোনও বদল হবে না বলেই মনে করা হচ্ছে। তিন পেসার হতে চলেছেন শার্দূল, বুমরাহ এবং সিরাজ। তবে, অনেকেরই মত বৃহস্পতিবারের ম্যাচে সিরাজ বা বুমরাহ দুজনের মধ্যে একজনকে বিশ্রাম দিয়ে শামিকে খেলিয়ে দেওয়া হতে পারে।