ইংল্যান্ড শিবিরেও কোভিড হানা (Covid Affection)। কোভিডে আক্রান্ত হয়ে টেস্ট টিম থেকে বাদ ইংল্যান্ডের উইকেট কিপার বেন ফোকস (Ben Foakes)। এদিকে কোভিডে আক্রান্ত হয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এজবাস্টনে পঞ্চম টেস্টের আগে ফের জল্পনা বাড়ছে। আদৌ হবে তো এই অসমাপ্ত সিরিজের শেষ টেস্ট!
ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের খেলার সম্ভাবনা কমছে। তাই ইংল্যান্ডে পাঠানো হয়েছে ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে। রোহিত খেলতে না পারলে তিনিই ওপেন তকরবেন। এদিকে চোটের জন্য টিমে নেই কেএল রাহুলও। তবে রোহিতকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে এখনই কিছু জানায়নি বিসিসিআই। শেষ পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নেবে বোর্ড। রোহিতের পরিবর্তে কে টিমকে নেতৃত্ব দেবে, সেটাও জানাবে বিসিসিআই।
আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম নেতৃত্ব দিয়েই জয়, তবুও সমালোচনার শিকার হার্দিক!
ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার বাকি ক্রিকেটারদের কড়া কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে বোর্ড। প্রসঙ্গত গতবারও কোভিডের বাড়বাড়ন্তের জন্য বাতিল হয়েছিল ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। এবারও সিরিজ শুরু করা যায় কিনা, তার সিদ্ধান্ত নেবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।