২০২৩ আইপিএলের পরেই কি মহেন্দ্র সিং ধোনি অবসর নেবেন! প্রত্যেকবারের মতো মরশুম শুরুর আগে শুরু হয়েছে জল্পনা। এবার আইপিএলের তিন মাস আগে রীতিমতো ঘাম ঝরিয়েছেন মাহি। আগে থেকেই কি কোনও পরিকল্পনা আছে! এবার এই নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। হিটম্যান মনে করেন, আগামী ২-৩ বছর এখনও আইপিএল খেলার মতো ফিট মাহি।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নামার আগে সাংবাদিক বৈঠকে রোহিত জানান, গত ২-৩ বছর ধরে বারবার এটাই শুনছেন তিনি। এটাই হয়তো ধোনির শেষ আইপিএল। তবে ধোনির ফিটনেস দেখে রোহিত তেমনটা মনে করছেন না। ঝাড়খণ্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে দলের সতীর্থদের সঙ্গে দেখা হয় মাহির। সম্প্রতি চেন্নাইয়েও খেলতে যায় ভারতীয় দল। তখনও সিএসকের হয়ে হাজির ছিলেন মাহি।
রাজস্থান রয়্যালসের ক্রিকেটার রিয়ান পরাগ জানিয়েছেন, তিনি ফিনিশিং শিখেছেন মহেন্দ্র সিং ধোনির হাত ধরেই। তবে প্রাক্তন ভারত অধিনায়কের মতো ফিনিশিং আর কেউ করতে পারবেন না। সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন পরাগ।