আর কয়েক মাস পরেই ভারতের মাটিতে হবে ৫০ ওভারের বিশ্বকাপ। তার প্রস্তুতি এখন চলছে। এরমধ্যে হঠাৎ করে জেগে উঠল পুরনো স্মৃতি। ফের সামনে এল ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে ভারতের সেমিফাইনালে হারের কাহিনি। নিজের আত্মজীবনীতে ভারতের প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর দাবি করলেন, ওই ম্যাচের পর তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তৎকালীন সহ-অধিনায়ক রোহিত শর্মার মতের অনেকটাই অমিল হয়েছিল। ওই বইয়ে শ্রীধরের দাবি, এই ঘটনা জানতেই তৎকালীন কোচ রবি শাস্ত্রীও। মূলত শাস্ত্রীর মধ্যস্থতায় বিরাট-রোহিত বিবাদ মিটেছিল বলেও দাবি করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা অনেক চর্চিত। এর আগেও এই ঘটনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল বিসিসিআই। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে এই ব্যাপারে বিরাট ও রোহিতের সঙ্গে কথা বলেছিলেন। প্রাক্তনদের দাবি, বরাবরই শাস্ত্রীর খুব প্রিয় পাত্র বলে পরিচিত শ্রীধর। ফলে তাঁর এই দাবিতে নতুন কিছু নেই বলেই জানিয়েছেন একাধিক প্রাক্তন।
৯ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে নামছে ভারত। নাগপুরে ম্যাচের আগে শ্রীধরের আত্মজীবনীতে সেই পুরনো শোক গাথা। তা প্রভাব ফেলবে না বলেই দাবি টিম ইন্ডিয়ার।