রোহিত শর্মার(Rohit Sharma) মুকুটে যোগ হল নতুন পালক। বিরাট কোহলির(Virat Kohli) উত্তরসূরি হিসেবে টেস্ট ক্রিকেটে(Test Cricket) অধিনায়ক হলেন রোহিত(Rohit Sharma)। আসন্ন শ্রীলঙ্কা(Sri Lanka) সিরিজ থেকেই দায়িত্ব দেওয়া হল রোহিতকে(Rohit Sharma)।
টি-টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) পর ২০ ওভারের ক্রিকেটে নেতৃত্ব দেওয়া ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি(Virat Kohli)। বিরাটকে সরিয়ে দেওয়া হয় একদিনের ক্রিকেট থেকেও। তাঁর জায়গায় আনা হয় রোহিতকে(Rohit Sharma)। এবার লাল বলের ক্রিকেটের(Test Cricket) অধিনায়ক হলেন সেই রোহিত শর্মাই।
আরও পড়ুন- Ranji Trophy: রঞ্জি ট্রফিতে অভিষেকেই ট্রিপল সেঞ্চুরি! বিরল রেকর্ড বিহারের ব্যাটার শাকিবের
রোহিতের অনুপস্থিতিতে লোকেশ রাহুল(KL Rahul) দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে একটি টেস্টে নেতৃত্ব দেন ভারতকে(India)। অধিনায়ক হিসেবে লোকেশ রাহুলের পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিন(R Ashwin), ঋষভ পন্থের(Rishabh Pant) নামও উঠে আসে। তবে শেষ পর্যন্ত নির্বাচকরা ভরসা রাখেন রোহিত শর্মার(Rohit Sharma) ওপরই।